banglanewspaper

করোনাভাইরাসের এসময়টাতে টাইগার ওপেনার তামিম ইকবাল 'লাইভ শো' করছেন ফেসবুকে। এতে অনেক ভক্তই সরাসরি দেখতে ও জানতে পারছেন তাদের পছন্দের ক্রিকেটারদের। দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের পর এবার তামিমের লাইভে আসছেন ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। 

এর আগের শো শেষে তামিম বলেছিলেন, পরেরবারের জন্য সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ যে ভারত দলের অধিনায়ক তা জানা গেল অবশেষে।

১৮ মে, সোমবার রাত সাড়ে দশটায় তামিমের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হবে এ লাইভ শো। এর আগে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিনরা এসেছেন তার লাইভে। এছাড়াও দুজন বিদেশি ক্রিকেটার এসেছেন তামিমের শো'তে।

তারা হলেন, সদ্য সাবেক হওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি ও ভারতের ওপেনার রোহিত শর্মা।

ট্যাগ: bdnewshour24