banglanewspaper

কিছুদিন আগেই লিওনেল মেসিকে নিয়ে এক মন্তব্য করে আলোচনার সৃষ্টি করেছিলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাবেক সভাপতি মাস্সিমো রোমাত্তি। তিনি বলেছিলেন, 'লিওনেল মেসিকে ইন্টার মিলানে আনা এখন আর অসম্ভব নয়। তবে অল্প দিনেই তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তার কাছে মেসিকে পাওয়া অসম্ভব।

২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি আছে বার্সেলোনার। কিন্তু চলতি মৌসুমে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মেসির কিছু মতবিরোধের খবর গণমাধ্যমে আসে। তখনই রেকর্ড ছয়বার ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা দেখছিলেন মাস্সিমো রোমাত্তি। কারণ তখন নতুন করে মেসির দলবদলের গুঞ্জন ছড়িয়েছিল। 

ওই ঘটনার পরপরই গত এপ্রিলে মেসিকে ইন্টারে নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেন ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারের সভাপতির দায়িত্বে থাকা মোরাত্তি। তবে এবার ইতালির রেডিও জিআর পার্লামেন্তোকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন, 'মেসিকে পাওয়া সব ক্লাবের স্বপ্ন। কিন্তু সে বার্সেলোনা ছাড়বে না। সে এখনও দলটির সেরা খেলোয়াড়।'

ট্যাগ: bdnewshour24