banglanewspaper

নিজস্ব তহবিল থেকে ৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ-উপহার পাঠাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২১ মে) ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক অনলাইন সভায় মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা জানান।

সভায় বলা হয়, ৫৪ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেকের মাধ্যমে ১ হাজার করে মোট ৭২ হাজার পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হবে। এছাড়া অন্যান্যের মাধ্যমে আরো ১৪ হাজার পরিবারের মাঝে ঈদ-উপহার বিতরণ করা হবে।

ঈদ-উপহারের প্রতিটি প্যাকেটে থাকবে চিনি ১ কেজি, সুজি ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, মিনিকেট চাল ২ কেজি, ময়দা ১ কেজি ও গুড়া দুধ ২৫০ গ্রাম।

যে সকল পরিবার ইতোমধ্যে মানবিক সহায়তা, ওএমএস কার্ড এবং অন্য কোনো ভাবে ত্রাণসামগ্রী পাননি মেয়র তাদের মাঝে এসব ঈদ-উপহার বিতরণ করার নির্দেশ দেন। পাশাপশি কোনো পরিবারকে যেন একাধিকবার ঈদ-উপহার দেয়া না হয় সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

ট্যাগ: bdnewshour24