banglanewspaper

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ আরও একমাস বাড়ালো থাইল্যান্ড সরকার। 

এক ঘোষণায় দেশটির উপ-প্রধানমন্ত্রী সোমকিড জাতুশ্রিপিতক জানিয়েছেন, থাই সরকার নির্বাহী আদেশে কভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থার মেয়াদ আরো একমাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

জাতুশ্রিপিতক বলেন, ‘করোনা সংক্রমণষ রোধে জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) সেক্রেটারি জেনারেল জরুরি অবস্থার মেয়াদ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। মন্ত্রিসভা আপাতত তাতে সায় দিয়েছে। তবে মে’র শেষে আবারও অবস্থা পর্যালো করে সিদ্ধান্ত নেয়া হবে।’

দেশটির সংস্কৃতিমন্ত্রী ইথিফোল কুনপ্লোম বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার সঙ্গে সব সংস্থার বৈঠক হয়েছে। বৈঠকে জরুরি অবস্থা বাড়ানোর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।’

মহামারি করোনা ভাইরাসে থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬ জন। আর ২ হাজার ৯১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগ: bdnewshour24