banglanewspaper

গোটা বিশ্বে করোনা হাহাকার! প্রথম করোনার সংক্রমণ দেখা দেয় চীনে। সেখান থেকে ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা পৃথীবিতে। যদিও চীন-ই প্রথম সংক্রমণ কমাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারপরও প্রতিদিনই মিলছিল নতুন করোনা আক্রান্তের হদিশ! 

কিন্তু শনিবার, কোনও নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলেনি চীনে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই প্রথম নতুন করে কেউ করোনা আক্রান্ত হল না চীনে। জিং পিং সরকার এই ঘটনাকে 'বড় সাফল্য' হিসেবে দেখছে।

জানুয়ারি মাসে চীনের ইউহানে প্রথম হানা দেয় করোনা সংক্রমণ। সে দেশের সরকারি তথ্য অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৪৬৩৪। যদিও আমেরিকার দাবি, আক্রান্ত ও মৃতের সঠিক সংখ্যা জানাচ্ছে না চীন, যা জানিয়েছে তার থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা, দুই-ই অনেক বেশি। 

যদিও এ'কথা মানতে নারাজ চীন। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে সবসমসয় সব রকমের সাহায্য করেছে এবং করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য সবাইকে জানিয়েছে।

ট্যাগ: bdnewshour24