banglanewspaper

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৮ হাজার ৮০৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৭৩৭ জন।

মরণঘাতি এই ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলও অব্যাহত আছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড গড়েছে। ‍মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২৮ প্রাণ। যা একদিনে সর্বোচ্চ ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার (২৪ মে) দুপুরে  সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,  আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ১০৯ জন।

ট্যাগ: bdnewshour24