banglanewspaper

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

এদিকে বাংলাদেশের কোথাও শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

তবে আজ রবিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। বাংলাদেশেও মাদারীপুর জেলার অন্তত ৪০টি গ্রামে ৩০ হাজার মানুষ রবিবার ঈদ উদযাপন করবেন। 

বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাসের কারণে এবছর ঈদ আসলেও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের আনন্দ তেমন দেখা যাচ্ছে না।  

ট্যাগ: bdnewshour24