banglanewspaper

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। মহামারি মোকাবিলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা বিধি নিষেধ। ইতিমধ্যে এতে পুরো দুনিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ডিসেম্বরে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরপর চারমাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনও লক্ষণ নেই। যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ, মারা গেছে ৩ লাখ ৬৬ হাজার, আর সুস্থ হয়েছে সাড়ে ২৬ লাখ।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৬ লাখ ৬১ হাজার ২৫৭ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৭২ জনের।

এই মুহূর্তে বিশ্বে ৩০ লাখ ৬ হাজার ৫১৩ জন করোনা শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ২৯ লাখ ৫২ হাজার ৭৭৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর বাকি ৫৩ হাজার ৭৩৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০, সুস্থ হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৫৬৯, মারা গেছে ১ লাখ ৪ হাজার ৫৪২ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। 

ট্যাগ: bdnewshour24