banglanewspaper

দেশের অন্তত ১২টি অঞ্চলে আজ তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। এরইমধ্যে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বুধবার (১০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১২টি জেলা- ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিকে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

এর আগে গতকাল মঙ্গলবারও দেশের ১৪টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী তাণ্ডবের পূর্বাভাস দিয়ে ওইসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছিল। 

ট্যাগ: bdnewshour24