banglanewspaper

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলতি ২০১৯-২০ অর্থবছরের শেষ ৫-৬ মাস বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। দেশের সকল খাত মুখ থুবড়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক।

করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশের শিল্প খাতের উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ায় এবং রেমিটেন্স কমে যাওয়ায় চলতি ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। 

পাশাপাশি ভবিষ্যতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে তা নেমে আসতে পাারে ১ শতাংশে।

সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে রফতানির পরিমাণও কমে গেছে। এছাড়া করোনাকালীন প্রবাসী আয়ও অনেক নিম্নমুখী।

বিশ্বব্যাংক জানান, কোভিড-১৯ মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ভোগ ও উৎপাদন অত্যন্ত হ্রাস পেয়েছে। এসব অঞ্চলের পর্যটন ও অন্যান্য শিল্পখাত চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে আরও বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে লকডাউনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যক্তিপর্যায়ের ভোগ খুব কম হয়েছে। করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত পোশাকশিল্পে উৎপাদন, বিক্রি ও রফতানি তলানিতে নেমেছে।

মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে নিকট ভবিষ্যতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্যের কষাঘাত নেমে আসবে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

ট্যাগ: bdnewshour24