banglanewspaper

গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

বুধবার (১০ জুন) নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) থোয়াই অংপ্রু মারমা জানান, কয়েকদিন আগে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওসি আমিনুল ইসলাম। গতকাল বুধবার তার করোনা পজেটিভ ফল আসে। বর্তমানে তিনি থানার ভেতরে একটি নির্দিষ্ট কক্ষে আইসোলেশনে আছেন। তবে এর আগে একজন পুলিশ সদস্য করোনায় পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত ১ জুন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নমুনা দেন তিনি। বুধবার দুপুরে তার করোনা পজেটিভের ফল আসে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগ: bdnewshour24