banglanewspaper

বলিউড সুপারস্টার সালমান খানের বডিগার্ডের দায়িত্বে থাকা শেরাও এখন সেলিব্রেটি। তার বেতন নিয়ে কথা অনেক হয়েছে। এবার জেনে নিন- বলিউডের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাডুকোনের দেহের ঢাল কে? তার দেহরক্ষীর বেতনইবা কত?

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন জালাল। তখন তাকে বছরে ৮০ লাখ রুপি করে বেতন দিতেন নায়িকা। অর্থাৎ প্রতিমাসে প্রায় ৬.৬ লাখ রুপি।

কিন্তু সম্প্রতি খবর বেরিয়েছে, দীপিকা তার বডিগার্ডকে বছরে ১ কোটি রুপি বেতন দেন। 

বর্তমানে সালমান খানের দেহরক্ষী শেরা মাসে ১৫ লাখ রুপি বেতন পান। সঙ্গে খাবার, পোশাক কিংবা বিদেশ ভ্রমণ এ রকম সব খরচই যায় বজরঙ্গী ভাইজানের পকেট থেকে।

ট্যাগ: bdnewshour24