banglanewspaper

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ভারতের ওড়িশা উপকূলে লঘুচাপ আকারে অবস্থান করছে। ফলে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। লঘুচাপটি আজ ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে।

এরই প্রভাবে শনিবার (১৩ জুন) দেশের প্রায় সব জেলায় হালকা থেকে ভারি বৃষ্টিপাত হবে। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার রাতে লঘুচাপ আকারে পরিণত হয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে শনিবার সারা দেশে বৃষ্টি হবে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকবে।’

এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও তাদের গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

এর আগে গতকাল ময়মনসিংহে সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আজ শনিবার সকাল থেকে ঢাকাসহ দেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

ট্যাগ: bdnewshour24