banglanewspaper

করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশকে ৯লাল, হলুদ ও সবুজ) তিন জোনে ভাগ করা হয়েছে। এ ভাইরাসে আক্রান্তর হার বিবেচনা করে এলাকা ভিত্তিক  লকডাউন দেওয়া হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনার সংক্রমণ বিবেচনায় ভিন্নমাত্রায় লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়। 

সেই নির্দেশনায়  ‘ভুল বোঝাবুঝির’ কারণে বসুন্ধরা আবাসিক এলাকার ওয়ার্ড কাউন্সিলরের সিদ্ধান্তে গতকাল ওই এলাকায় মাইকিং করে আজ থেকেই লকডাউন হবে বলে ঘোষণা দেওয়া হয়। আকস্মিক এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে ওই এলাকায় লকডাউনের কথা থাকলেও তা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে দেশের একটি জাতীয় দৈনিককে এই তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

জানা গেছে, নির্দেশনার 'ভুল বোঝাবুঝির' কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিদ্ধান্তে গতকাল ওই এলাকায় মাইকিং করে আজ থেকেই লকডাউন হবে বলে ঘোষণা দেওয়া হয়। আকস্মিক এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।

এ পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হলো, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।

ট্যাগ: bdnewshour24