banglanewspaper

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (১৯ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের তিন চার দিন আগে ঠান্ডা জ্বর, কাশি ছিলো। পরবর্তীতে করোনা পরীক্ষা করার পরে তার পজিটিভ ধরা পড়েছে। এখন তিনি নিজ বাসায় অবস্থান করছেন।’

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘আমাদের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনদিন আগে তার জ্বর এবং কাশি হয়েছিল। পরে নমুনা পরীক্ষার করা হয়। গতকাল  করোনা পরীক্ষার রিপোর্ট জানানো হয় তিনি করোনা পজিটিভ। এখন তার নিজ বাসায় আছেন এবং ভালো আছেন।’

প্রায় ৭ বছর পরে গেল বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে সভাপতির দায়িত্ব পান নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু। 

ট্যাগ: bdnewshour24