banglanewspaper

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি মোকাবেলায় প্রায় ৬ কোটি ডলার মূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে আটক করা হয়েছে।

খবরে বলা হয়, সরকারি অর্থায়নে প্রায় ৬ কোটি ডলার মূল্যের জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কেনায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীকে আটক করেছে পুলিশ।

জিম্বাবুয়ে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জন মাকামুরে বলেন, মন্ত্রী মোয়ো বর্তমানে রোডসভিল থানায় আটক রয়েছেন।

একই অভিযোগে গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামে এক বেসরকারি কর্মকর্তাকে আটক করা হয়। তিনি ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, করোনাভাইরাস মোকাবেলায় জিম্বাবুয়ে সরকারকে জরুরি ওষুধ, টেস্ট কিট ও পিপিই সরবরাহের জন্য ড্রাক্স ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। দুর্নীতির অভিযোগে ড্রাক্স ইন্টারন্যাশনালের সঙ্গে করা ওই চুক্তি বাতিল করে দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এম্মারসন মনানগাগা।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জিম্বাবুয়েতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৯। দেশটিতে করোনায় মারা গেছেন চার জন।

ট্যাগ: bdnewshour24