banglanewspaper

খুলনা মহানগরের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ জুন রাত ১২টার পর থেকে ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হবে। 

জানা যায়, কয়েকদিন আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউন করতে খুলনার ১৪টি পয়েন্টকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে সুপারিশ করে চিঠি দিয়েছিলেন খুলনার সিভিল সার্জন। 

জেলা সিভিল সার্জন সুজাত আহমেদ জানান, জোন ভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের পরিকল্পনা করে রেড জোনের তালিকা তৈরি করা হয়। পরিস্থিতি বিবেচনায় যে কোন স্থান যেকোন সময় লকডাউন করতে পারবে প্রশাসন।

ট্যাগ: bdnewshour24