banglanewspaper

দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালীর সুন্দরা সীমান্ত এলাকার থেকে আজ সোমবার একব্যক্তি'র মরদেহ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া ব্যক্তি'র নাম মো.আনোয়ারুল ইসলাম। 

তিনি সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউপির স্বরস্বস্তিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের একমাত্র ছেলে। মৃত আনোয়ারুলের স্ত্রী  ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। 

স্থানীয় আস্করপুর ইউপির চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া এ প্রতিবেদক শাহ আলম শাহী'কে জানিয়েছেন, সোমবার সকালে এলাকায় লোকজন মাছ ধরতে গিয়ে আনোয়ারুলের মরদেহ সুন্দরা সীমান্তের ৩১৮/৪ এস পিলারের কাছে দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি'কে খবর দেয়। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাফফর হোসেন জানান, বিজিবি মরদেহটি সকাল ১০টায় উদ্ধার করে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত কেউ তাকে হত্যা করে লাশ সীমান্তে ফেলে রেখেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ট্যাগ: bdnewshour24