banglanewspaper

বলিউডের তারকা অভিনতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্রও জানান তিনিও আত্মহত্যা করতে চেয়েছিলেন। তার ভেরিভায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ কথা জানান। মানসিক অবসাদ থেকে এমনটা করতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন এ অভিনেত্রী।

পার্নো মিত্র ফেসবুক স্ট্যাটাস লিখেন, মানসিক স্বাস্থ্য নিয়ে ভেবেছেন কখনো? ওটা সবচেয়ে জরুরি ! আমিও আত্মহত্যাপ্রবণ ছিলাম এবং ভেবেও ছিলাম কয়েকবার এই মানসিক অবসাদ থেকেই কিন্তু ফিরে এসেছি।

তিনি আরো লিখেন, দয়া করে মানসিক অবসাদের বিষয়টি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হিসেবে দেখবেন না। এগিয়ে আসুন ও আপনার ভালবাসার মানুষদের প্রতি সাহায্য পৌঁছে দিন।

টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে শুরু করেন বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিককের মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো। 

ট্যাগ: bdnewshour24