banglanewspaper

যৌন দৃশ্যে আর অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর।

এর আগে বহু ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেলেও এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণের কারণে আর যৌন দৃশ্যে অভিনয় করবেন না এ অভিনেত্রী।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির জেরে অনেক দিন ধরেই বন্ধ ছিল সিনেমার শুটিং। স্তব্ধ হয়ে গিয়েছিল বিনোদন দুনিয়া। অবশেষে শুরু হয়েছে বলিউডের শুটিং। তৈরি হয়েছে নতুন নির্দেশিকা।

অভিনেত্রী ভূমি পেডনেকর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা।  তাই আপাতত কিছুদিন যৌনদৃশ্য থেকে দূরে থাকা উচিত। আমার মনে হয় এর জন্য ছবির চিত্রনাট্য বদলানো দরকার।

প্রসঙ্গত, নিরাপত্তা বজায় রেখে যাতে কাজ করা যায় সেই সব ভেবে নতুন স্বাস্থ্যবিধি তৈরি করা হয়েছে বলিউডে। সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে বেশ কিছু দিকেও নজর রাখার কথা বলা হয়েছে। যেমন, কলাকুশলীদের জামাকাপড় প্লাস্টিকে মোড়া থাকবে এবং হেয়ার ও মেকআপ আর্টিস্টকে পিপিই পরতে হবে।

ট্যাগ: bdnewshour24