banglanewspaper

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা খুবই বিরল। সম্প্রতি ইউরোপের শিশুদের ওপর চালানো এক গবেষণায় এমনটি বলা হয়েছে। লন্ডনের গ্রেট ওর্মোন্ড স্ট্রিট হাসপাতালের একদল গবেষক এই গবেষণাটির নেতৃত্ব দেন। খবর বিবিসি।

গবেষণায় বলা হয়, করোনায় আক্রান্ত ৫৮২ জন শিশুর মধ্যে মারা গেছেন চার জন। এদের মধ্যে দুই জন শিশুর অন্যান্য স্বাস্থ্য সমস্যা ছিল।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ৫৮২ জন করোনা আক্রান্ত শিশুর মধ্যে ১০ জনকে আইসিইউতে রাখা হয়েছিল। শিশুরা করোনায় আক্রান্ত হলে হালকা উপসর্গ দেখা দেয়। তবে অনেকের শরীরে করোনার কোনো উপসর্গই দেখা যায় না।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, এই গবেষণা আশ্বাসদায়ক। তবে যে সব শিশুরা গুরুতরভাবে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য সর্বোত্তম ব্যবস্থা আবিষ্কার করতে আরো গবেষণার আহ্বান জানান চিকিৎসকরা।

ট্যাগ: bdnewshour24