banglanewspaper

পুনঃনির্বাচনে জয়ী লাজারাস চাকভেরা মালাবীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

গত মঙ্গলবারের নির্বাচনে তিনি ক্ষমতাসীন পিটার মুথারিকাকে ৫৮ দশমিক পাঁচ-সাত শতাংশ ভোটে পরাজিত করেন।

রাজধানী লিলংবীতে একই অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সাউলাস চিলিমাও শপথ নেন।
 
এর আগে ফেব্রুয়ারিতে মালাবীর সাংবিধানিক আদালাত ভোট জালিয়াতির নির্বাচন উল্লেখ করে ২০১৯ সালের মে মাসের নির্বাচনে পিটার মুথারিকার বিজয় বাতিল করে।

এই সপ্তাহের নির্বাচনে দেশটিতে মানুষের মাঝে প্রচণ্ড বিভক্তি দেখা  গেছে।

ট্যাগ: bdnewshour24