banglanewspaper

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গত মে মাসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে তা বিলম্বিত হয়।

প্রেসিন্ডেন্ট আন্ড্রেজেদ ডুডা পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে আরো দশজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, দ্বিতীয় দফার ভোট এড়ানোর জন্য কোনো একক প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হতে পারেন।

এরূপ হলে, সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া দু’জন প্রার্থী আগামী ১২ই জুলাই পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী বুধবার সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

ট্যাগ: bdnewshour24