banglanewspaper

ভিডিও শেয়ারিং সাইট টিকটকে ‘অশ্লীলতা‘ ছড়ানোর অভিযোগে মিশরের জনপ্রিয় বেলি ড্যান্সার সালমা এল-মাসরিকে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ মিশরীয় পাউন্ড অর্থদণ্ড দেয়া হয়েছে।

গত এপ্রিলে টিকটকে অশ্লীল ছবি ও ভিডিও আপলোডের অপরাধে তাকে আটক করা হয়। আদালতে তার বিরুদ্ধে যৌন উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়।

অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার মোবাইল চুরি করে অনুমতি ছাড়াই এসব ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে।

কায়রোর একটি আদালত তার বিরুদ্ধে পারিবারিক নীতি ও মূল্যবোধ লঙ্ঘন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘অনৈতিক কার্যকলাপ’ ছড়ানোর অভিযোগ আনেন।
 
সালমা এল-মাসরি জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। উল্লেখ্য, এর আগেও মিশরে বেশ কয়েকজনকে সামাজিক রীতির বাইরে গিয়ে অশ্লীলতা ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়।

ট্যাগ: bdnewshour24