banglanewspaper

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে গৃহবন্দি থাকা ক্রীড়াবিদরা আবার মাঠে ফিরছে। চলমান মাস থেকেই ইউরোপের বিভিন্ন ফুটবল লিগ মাঠে ফিরেছে। এবার মাঠে ফেরার অপেক্ষায় জনপ্রিয় ইভেন্ট ক্রিকেট। আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করেছে ইংল্যান্ড এন্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজ দিয়ে মাঠে ফিরছে করোনা পরবর্তী সময়ের ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। করোনা ভাইরাসের কারণে সিরিজ শুরু হওয়ার এক মাসেরও বেশি আগে ইংল্যান্ড রওনা হলো পাকিস্তান ক্রিকেট দল। করোনার কারণে এবারের সিরিজকে ঐতিহাসিক বলছেন পাকিস্তানের রঙ্গিন পোশাকের অধিনায়ক বাবর আজম। তিন মাসেরও বেশি সময় গৃহবন্দি থাকার, প্রাণের ক্রিকেটের লড়াইয়ে ফিরছে ক্রিকেটাররা। তাই এই সিরিজ ঐতিহাসিক হবে।

ইংল্যান্ড সফরের জন্য চার্টার্ড বিমানে উঠে সামাজিক যোগাযোগ সতীর্থদের সাথে ছবিও আপলোড করে বাবর লিখেন, 'ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সফরের জন্য রওনা দিলাম আমরা। ইংল্যান্ডের মাটিতে খেলা সব সময়ে আনন্দের। তবে এবারের চিত্রটা ভিন্ন। দীর্ঘদিন পর আমরা আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছি। এটা ভাবলেই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। এবারের ঐতিহাসিক সফরে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে দলে। ভক্তদের বলছি, এই মুহূর্তে আপনাদের সমর্থন, ভালোবাসা এবং দোয়া খুবই প্রয়োজন।'

সফর শুরুর আগে সংবাদমাধ্যমকে বাবর বলেন, 'আমরা সকলেই কঠিন সময় পার করছি। আশা করছি, এই ক্রিকেটের মাধ্যমে আমরা সকলকে কিছুটা হলে বিনোদন দিতে পারবো। সিরিজে ভালো খেলার লক্ষ্য নিয়ে আমরা খেলতে যাচ্ছি। আশা করছি, সাফল্য নিয়ে সফর শেষ করতে পারব। সকলের সমর্থন আমাদের খুবই প্রয়োজন।'

ট্যাগ: bdnewshour24