banglanewspaper

সুদানের রাস্তায় বেসামরিক শাসনের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৩০ জুন) সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের ক্ষমতা বণ্টনের এক বছর পূর্তি উপলক্ষে হাজারো মানুষ খার্তুমের রাস্তায় নামে। বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণের জন্য ৩০ জুন এ বিক্ষোভ ডেকেছিল গণতন্ত্রপন্থীরা। খবর আনাদোলু এজেন্সি।

রাজধানী খার্তুমের রাস্তায় বিক্ষোভকারীরা হাতে ব্যানার ঝুলিয়ে বিভিন্ন দাবি জানায়। এগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সংস্কার, অন্তর্বর্তীকালীন সংসদ প্রতিষ্ঠা এবং বর্তমান সামরিক গভর্নরের স্থলে বেসামরিক গভর্নর নিয়োগ করা।

গত বছর তীব্র গণআন্দোলনের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন সুদানের দীর্ঘ কয়েক দশকের স্বৈরশাসক ওমর আল-বশীর। ওই সময় খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সেনা অভিযানের তদন্তের ফলাফল প্রকাশেরও দাবি জানান তারা। ওই অভিযানে বেশ কয়েকজন সুদানি নাগরিক নিহত হয়েছিল।

গতকালের র‌্যালিকে সামনে রেখে খার্তুমে সেনা সদর দপ্তরমুখী সব সেতু ও সড়ক বন্ধ করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ট্যাগ: bdnewshour24