banglanewspaper

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার (২ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

আসিফ আহমেদ জানান, জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এ জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘যতদূর শুনেছি, স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’

প্রাণঘাতী এ ভাইরাসে এর আগে আক্রান্ত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তারা সুস্থ হয়েছেন।

ট্যাগ: bdnewshour24