banglanewspaper

সৌদি আরবে নভেল করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙে গেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একদিনেই সৌদিতে রেকর্ড সংখ্যক ৫৬ জনের মৃত্যু হয়েছে। 

গত ২ মার্চ সৌদিতে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে দেশটিতে এর আগে কখনোই অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যঅ ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ২৬০ জন, দাম্মামে ৩১৫ জন, হুফফে ২১৭ জন ও কাতিফে ২১৪ জন আক্রান্ত হয়েছেন। 

এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন। 

দেশটিতে বর্তমানে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৮ জন। 

ট্যাগ: bdnewshour24