banglanewspaper

দখলদার ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি এশকেনাজি বলেছেন, ইরানের পরমাণু সক্ষমতাকে তেল আবিব নিজের জন্য বিরাজমান হুমকি বলে মনে করে। এজন্য তারা এই হুমকি বন্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে।

এশকেনাজি বলেছেন, ইসরাইলের বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে একই নীতি অনুসরণ করে এসেছে। আর সেটি হচ্ছে, ইরানের কোনো পরমাণু সক্ষমতা থাকতে পারবে না। কারণ, এটা ইসরায়েলের জন্য হুমকি

গত সপ্তাহে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি নির্মাণাধীন শেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েকদিন পরই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন। এ দুর্ঘটনার কারণ ইরান এখনো সরকারিভাবে ঘোষণা করে নি। খবর পার্সটুডে।

ট্যাগ: bdnewshour24