banglanewspaper

করোনা বিপর্যস্ত গোটা ব্রাজিল। দেশটির বিশ্বের আক্রান্ত দেশগুলোর তালিকায় ২য়। এমন পরিস্থিতিতে দুঃসংবাদ পেল ব্রাজিলিয়ানরা। দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্ট নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনার পজিটিভের খবরে ব্রাসিলিয়াতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত হোন তার সমর্থকরা। মুখে মাস্ক পরিহিত বলসোনারো এসময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, তার করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক আছে। তার একটি আলাদা মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাতে তার ফুসফুস পরিষ্কার দেখা গেছে।

স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা পরীক্ষা করা হয় এবং বলা হয় মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে। তবে স্থানীয় সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর মধ্যে করোনা উপসর্গ ছিল। উনি জ্বরে ভুগছিলেন। তার জ্বর ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট।

সিএনবিসি জানিয়েছে,  জেইর বোলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ট ও আদর্শগত মিত্র। ডানপন্থী এই নেতা করোনা ভাইরাসের হুমকিকে থোড়াই কেয়ার করেছেন। করোনা মহামারিকে সামান্য একটা ফ্লু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রাদেশিক গভর্নররা লকডাউন দেয়ার কারণে তাদের নিন্দা জানিয়েছেন।

ট্যাগ: bdnewshour24