banglanewspaper

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্তে আগের সব রেকর্ড ভেঙে গেছে। একদিনেই দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।

রবিবার (১২ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবলে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিকে কোভিড আক্রান্ত হয়ে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন। 

এদিকে একদিনে ব্যাপক আক্রান্তের ফলে ভারত এখন করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় রাশিয়াকে টপকে ৩ নম্বরে উঠে এসেছে। 

বর্তমানে আক্রান্তে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৫৫ হাজার ৮৯৫ জন। দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জন। রাশিয়ায় ৭ লাখ ২৭ হাজার ১৬২ জন আক্রান্ত। 

ট্যাগ: bdnewshour24