banglanewspaper

যা আশঙ্কা ছিল তাই সত্যি হল৷ করোনা টেস্টের দ্বিতীয় রিপোর্টে পজিটিভ ঐশ্বরিয়া রাই বচ্চন ও বেবি আরাধ্যা বচ্চন৷ অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই বচ্চন পরিবারের বাকি সদস্যদের ইনস্ট্যান্ট করোনা টেস্ট করা হয়৷ 

সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পূত্রবধূর শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি মিলেছে৷

বিএমসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বাস মোটে জানিয়েছেন, সোয়্যাব পরীক্ষায় আরাধ্যা ও ঐশ্বরিয়ার রিপোর্ট পজিটিভ এলেও বচ্চন পরিবারের বাকিদের রিপোর্ট নেগেটিভ৷ জয়া বচ্চন, অমিতাভ কন্যা শ্বেতা নন্দা, নাতি অগ্যস্ত নন্দা ও নাতনী নব্যা নভেলির রিপোর্ট সন্তোষজনক৷

শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে৷ মাঝারি লক্ষণ নিয়ে তারা ২ জনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন৷ লক্ষণ দেখা যাওয়ার পরেই তদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আগে অমিতাভ ট্যুইট করে জানিয়েছিলেন , ‘আমি কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি, পরিবার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা হয়েছে রিপোর্টের অপেক্ষা করছি৷ ’

তিনি আরও লিখেছিলেন, ‘অর্থাৎ আমার সঙ্গে গত ১০ দিনে যাঁরা কাছাকাছি এসেছেন তাঁরাও দয়া করে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন ৷ ’  

ট্যাগ: bdnewshour24