banglanewspaper

সম্প্রতি ইনস্টাগ্রাম আলাপচারিতায় কার্তিক আরিয়ান বলেন, দীপিকার মতো অর্ধাঙ্গিনী তার পছন্দ। এমনকী বলিউডের একসময় দীপিকাই তার ক্রাশ ছিল, এটাও অকপটে বলেছেন কার্তিক। লকডাউনের আগে মুম্বই বিমানবন্দরের হঠাৎ দেখা হয়েছিল এই দুই তারকার। তখন সবে মুক্তি পেয়েছে কার্তিকের পতি, পত্নী অউর ও। সেই ছবির ধীমি ধীমি গানে নাচতে দেখা গিয়েছিল দীপিকা-কার্তিককে। সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। 

চলতি বছর ছপক ছবিতে শেষবার কাজ করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। গত বছর মে মাসে কবির খান পরিচালিত ৮৩ ছবির মুক্তির পরিকল্পনা থাকলেও, লকডাউনে বাতিল হয়েছে সেই পরিকল্পনা। ৮৩ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের বায়োপিক এই ছবিতে কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেন দীপিকা। কেন্দ্রীয় চরিত্র রণভীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে।

এদিকে, চলতি বছর কার্তিক আরিয়ান অভিনীত লাভ আজকাল মুক্তি পেলেও সাফল্য পায়নি বক্স অফিসে। তার পরবর্তী ছবি ভুলভুলাইয়া-২। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবানি ও টাবুকে। পাশাপাশি দোস্তানা-২ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছে জাহ্নবী কাপুর আর নবাগত লক্ষ লালওয়ানি।

ট্যাগ: bdnewshour24