banglanewspaper

বাঘ এমনিতেই বিপন্ন প্রজাতির প্রাণী। তাই বহু বছর ধরে বাঘ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত। দেশটির পরিসংখ্যান বলছে, সম্প্রতি দেশে বাঘের সংখ্যা একটু হলেও বেড়েছে। এমনকি এই প্রাণীর বিশেষ প্রজাতির একমাত্র সদস্যও যে ভারতেই রয়েছে, তা অনেকেই জানতেন না। 

এই বিষয়টিই মনে করিয়ে দিয়েছেন ভারতের একজন ফরেস্ট অফিসার (আইএফএস) প্রভিন কাসওয়ান। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্দ্রের তোলা ‘সোনালি বাঘের’ একটি ছবি পোস্ট করেন তিনি। পরবর্তীতে সেই ছবিই ভাইরাল। পোস্ট করে তিনি জানান, এই সোনালি বাঘ রয়েছে আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কে।

এখন চাইলেও নিজের মতো দেখতে আর একটা সঙ্গি জোটে না তার। কারণ বিশ্বে তার মতো আর কেউ নেইই। এই বিরাট পৃথিবীতে সেই একা এবং অদ্বিতীয়। 

আইএফএস প্রভিন জানিয়েছেন, এই সোনালি বাঘ আসলে রয়্যাল বেঙ্গল টাইগারই। জিনগত পরিবর্তনের কারণে রং হয়েছে সোনালি। চিত্রগ্রাহক ময়ূরেশ বাঘটির নাম দিয়েছেন গোল্ডি। 

প্রভিন জানালেন, এমনিতে চিড়িয়াখানায় বা বাঘ প্রজনন কেন্দ্রে সোনালি বাঘ রয়েছে। কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। কিন্তু খোলা বনে গোটা দুনিয়ায় আর একটিও নেই। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল।

ট্যাগ: bdnewshour24