banglanewspaper

এক দলের ১৪ খেলোয়াড় করোনায় আক্রান্ত। বাধ্য হয়ে ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ শাপোকোয়েন্স বনাম আভাই ম্যাচটি বাতিলই করে দিতে হয়েছে আয়োজকদের।

৮ জুলাই থেকে শুরু হয়েছে সান্তা ক্যাটারিনা স্টেট চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনে প্রথম লেগে নিজ মাঠে আভাইকে ২-০ গোল হারায় শাপোকোয়েন্স। দ্বিতীয় লেগ হওয়ার কথা ছিল আজ।

ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এক দলের মোট ১৪ খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাতে জরুরি ভিত্তিতে স্থগিত করা হচ্ছে দ্বিতীয় লেগের খেলা।

কোন দলের খেলোয়াড় করোনায় আক্রান্ত সেটা অবশ্য জানায়নি লিগ কর্তৃপক্ষ। ব্রাজিলের গ্লোবোস্পোর্ট বলছে, দলটি শাপোকোয়েন্স।

সান্তা ক্যাটারিনা অঞ্চলে এখন পর্যন্ত ৪২,০২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৮৫ জন। ব্রাজিলে সবমিলিয়ে ৭১ হাজারের বেশি মানুষ মারা গেছেন এপর্যন্ত, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ।

ট্যাগ: bdnewshour24