banglanewspaper

সুশান্তের সঙ্গে এটাই তার প্রথমবার কাজ নয়৷ এর আগেও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ ২০১৫ সালের পর ফের একবার তাদের ছবি মুক্তি পেতে চলেছে৷ ‘দিল বেচারা’৷ এই ছবি অত্যন্ত স্পেশাল৷ কারণ অবশ্যই সুশান্ত সিং রাজপুত৷ তার অভিনীত শেষ ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে৷

সুশান্তের মৃত্যুর পর প্রায় একমাস হতে চলল৷ তবুও সুশান্তের এই চলে যাওয়াটা আজও মেনে নিতে পারছে না গোটা বলিউড। ১৪, জুন বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে তদন্ত চলছে৷ সুশান্তের বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গণ্যমান্যদেরই ইতিমধ্যে জেরা করেছে মুম্বই পুলিশ৷

‘দিল বেচারা’ ছবির ট্রেলার লঞ্চ করার দিনই ভিউয়ের সংখ্যায় তা রেকর্ড গড়েছিল৷ এ আর রহমানের সুর দেওয়া ছবির গানগুলিও যথেষ্ট চর্চার মধ্যে রয়েছে৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিল বেচারার শ্যুটিংয়ের ফাঁকের একটি মিষ্টি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে ছবিতে নায়িকা ‘কিজি’র মা, স্বস্তিকার সঙ্গে নাচছেন 'ম্যানি' সুশান্ত। শ্যুটিংয়ের ফাঁকের এই মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লেখেন, ‘‘ও কিজির সঙ্গে নাচল আর তারপর আমার সঙ্গে৷ আমি এইভাবেই সুশান্তকে মনে রাখতে চাই। সবসময়। সাদামাটা, আনন্দে ভরপুর, প্রাণোচ্ছ্বল। এভাবেই নাচতে থেকো তারাদের সঙ্গে…অনেকে ভালবাসা। ধন্যবাদ মুকেশ ছাবড়া, এইরকম একটা সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখার জন্য। আমি আজীবন এই ভিডিওটাকে মনের মধ্যে গেঁথে রাখব।’’

ট্যাগ: bdnewshour24