banglanewspaper

প্রতিদিনই ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ গতকাল অর্থাৎ শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের শরীরে কোভিড ১৯ এর জীবাণু পাওয়া গিয়েছিল ৷ বাবা ও ছেলে দু'জনেই মু্ম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ এখন প্রশ্ন উঠছে কীভাবে অমিতাভ বচ্চনের শরীরে করোনার জীবাণু প্রবেশ করল? এমনিতেই মার্চ মাস থেকে সারা দেশে লকডাউন ছিল ৷

গত ১০ দিন আগে ফের শ্যুটিং শুরু হয়েছে ৷ জানা গিয়েছে বচ্চন পরিবার লকডাউনের সময়ে ঘরেই ছিল ৷ তাহলে কীভাবে বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছে ? কেউ বলছেন অভিষেক বচ্চন তো কেউ বলছেন অমিতাভ বচ্চন এর জন্য দায়ী ৷ কেউ কেউ মনে করছেন মুম্বাইয়ে যে এলাকায় অমিতাভ বচ্চনের বসবাস সেখানে করোনা সংক্রমণ তুঙ্গে ৷ এও মনে করা হচ্ছে কোনও স্থানীয় মানুষের ছোঁয়াতেই বচ্চন পরিবারে করোনা সংক্রমণ দেখা দিয়েছে ৷

করোনা আবহে অমিতাভ বচ্চন বাড়িতে থাকলেও একটি বিজ্ঞাপনি ছবির ডাবিং-এ গিয়েছিলেন ৷ বাড়ির পাশাপাশি একটি জলসাতেও গিয়েছিলেন বিগ বি ৷ কেউ কেউ জানিয়েছেন বিগ বি আন্ধেরির কাছাকাছি একটি স্টুডিও-তে ডাবিং-এ গিয়েছিলেন ৷ অমিতাভ বচ্চন ট্যুইট করে জানিয়েছেন যারা বিগত ১০ দিন তাঁর সংস্পর্শে গিয়েছিলেন তাঁরা যেন সত্ত্বর করোনা পরীক্ষা করিয়ে নেন ৷

অভিষেক বচ্চনও লকডাউনে মার্চ থেকে জুন পর্যন্ত বাড়িতেই ছিলেন ৷ জুলাইয়ে বার্সোভার একটি স্টুডিওতে তার ওয়েব সিরিজের জন্য ডাবিং করতে গিয়েছিলেন ৷

তবে একবার নয় বারংবার স্টুডিওতে যাতায়াতের মাধ্যমেই হয়ত অভিষেক করোনা আক্রান্ত হয়েছেন ৷ অভিষেকের করোনা সংক্রমণ পজিটিভ বেরনোর পরেই স্টুডিও স্যানিটাইজ করা হয়েছে ৷ জানতে পারা গিয়েছে অভিষেক তার পরবর্তী ছবি বিগ বুলের ডাবিং-এর কারণেই ঘরের বাইরে যাতায়াত করতেন হয়ত সেই কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি ৷

ট্যাগ: bdnewshour24