banglanewspaper

বলিউড অভিনেত্রী কাজল আগরওয়ালের পরবর্তী সিনেমা ‘ইন্ডিয়ান-টু’। জানা গেছে, এ সিনেমাটিতে বিকিনি পরে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। 

তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় এই নায়িকা জানান, করোনাভাইরাসের কারণে বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দৃশ্যটির শুটিং হবে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘ইন্ডিয়ান-টু’। এটি পরিচালনা করছেন শংকর। তামিল ভাষার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। এতে আরো আছেন- সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং প্রমুখ। 

‘ইন্ডিয়ান-টু’ ছাড়াও কাজল আগরওয়ালের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। তেলেগু ভাষার ‘মোসাগালু’ ও ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে ‘আচার্য’-তে চিরঞ্জীবীর সঙ্গে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

এছাড়া হিন্দি ভাষার ‘মুম্বই সাগা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আশি-নব্বই দশকের মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মুম্বাই সাগা’। গ্যাংস্টার ঘরানার এই সিনেমায় কাজল ছাড়াও অভিনয় করছেন-সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জন আব্রাহাম, ইমরান হাশমি, রোহিত রায়, সোমির সোনি, অমল গুপ্তা, প্রতীক বাব্বার প্রমুখ।

ট্যাগ: bdnewshour24