banglanewspaper

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ মিলিয়ন বা ১.৪ কোটি ছাড়িয়ে গেল। আর সেই সঙ্গে মাত্র ১০০ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হলেন ১০ লক্ষ মানুষ। এর আগে এত কম সময়ে ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হননি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানানো হয়েছে।

গত বছর শেষের দিকে চীনে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। তারপর গোটা বিশ্বে ১০ লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে সময় লেগেছিল তিনমাসের বেশি। কিন্তু ১.৩ কোটি থেকে ১.৪ কোটিতে পৌঁছতে সময় লাগল মাত্র চারদিন।

করোনা আক্রান্তের নিরিখে এখনও সবার আগে আছে আমেরিকা। ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেখানে একদিনে রেকর্ড ৭৭,০০০ জন আক্রান্ত হন। সেখানে সুইডেনে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭,২৮১ জন। 

আমেরিকা করোনায় সবচেয়ে প্রভাবিত হলেও মাস্ক পরা নিয়ে সেখানকার মানুষ এখনও উদাসীন। প্রসঙ্গত, হু জানিয়েছে প্রতিবছর ইনফ্লুয়েঞ্জায় যত মানুষ আক্রান্ত হন, তার তিনগুণ মানুষ করোনায় আক্রান্ত।

অন্যদিকে, লকডাউনে ছাড় ঘোষণার পর থেকেই ভারতে ক্রমাগত ভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙার পর্ব। শনিবার শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮৮৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে রয়েছে ভারতের নাম। আক্রান্তের সংখ্যা দশ লক্ষের গন্ডি পার করেছে ইতিমধ্যে। 

ট্যাগ: bdnewshour24