banglanewspaper

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে যোগ দিতে পারেন আমির ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে যোগ দিতে পারেন আমির

ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি।
 
তবে সম্প্রতি স্কোয়াডে থাকা হারিস রউফ ফের করোনা ভাইরাসে আক্রান্ত হলে আমিরের নাম আসে।

এর আগে আমির দম্পত্তির ঘরে দ্বিতীয় সন্তান আগমনের কারণে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে তার কন্যা সন্তান চার দিন হলো দুনিয়ার আলো দেখেছে। পরবর্তীতে তিনি বোর্ডের কাছে নিজের সিদ্ধান্ত বদলের কথা জানান। তবে ইংল্যান্ড যেতে হলে তাকে করোনা পরীক্ষা করে দুবার নেগেটিভ ফলাফল নিয়ে সফর করতে হবে।

বর্তমানে পাকিস্তান দল ডার্বিতে অবস্থান করছে। তবে সিরিজ খেলতে আগামী ১ আগস্ট ম্যানচেস্টারে চলে যাবে। কোভিড-১৯ বিরতির পর দলটি ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে।

এদিকে ৬বার করোনা পরীক্ষা করে ৫বারই পজিটিভ হয়েছেন রউফ। তার শরীরে উপসর্গও রয়েছে। তাকে এখন আইসোলেশনে থাকতে হবে।

ট্যাগ: bdnewshour24