banglanewspaper

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লক্ষ ৪১ হাজার ৮১৯। 

 

মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮ হাজার ৯০২। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ লক্ষ ৩৫ হাজার ১৫৮ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লক্ষ ৪৮ হাজার ৭৫১, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫ হাজার ১১৬।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' (WHO)-এর রিপোর্ট অনুযায়ী রবিবার বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৯ হাজার জন, আর এই বৃদ্ধির জেরে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯৬ জনের, সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ৫৮৩।

 

এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৬৮ হাজার ৫৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৫০০ জনের। 

 

আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন, মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৪৮৮ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১০ লক্ষ ৭৭ হাজার ৭৮১ আর মৃতের সংখ্যা ২৬ হাজার ৮১৬ জন।

 

আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ৩২৩ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । সেখানে মোট ৩ লক্ষ ৬৪ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৩ জনের।

ট্যাগ: bdnewshour24