banglanewspaper

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরণের টানা বৃষ্টি আজও অব্যাহত থাকবে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আজও হালকা থেকে মাঝারি ধরণের টানা বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতও হতে পারে বজ্রসহ। এতে দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্নই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।’

মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এ বৃষ্টিপাতে দেশের নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে।

ট্যাগ: bdnewshour24