banglanewspaper

করোনা প্রাণ হারালেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ‌্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

আইন মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে নরেন দাস ও তার ‌স্ত্রী বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ‌্যায় মারা যান নরেন দাস। ৭ জুলাই ন‌রেন দাস ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট ‘করোনা পজিটিভ’ আসে।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

ট্যাগ: bdnewshour24