banglanewspaper

করোনা মহামারীর এই সময় ক্রিকেটারদের খেলায় ফেরানোর লক্ষ্যে হাই পারফর্মেন্স (এইচপি) দলটির জন্য শ্রীলঙ্কায় সফরের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মতে জাতীয় দলের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এইচপি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যে কারণে যত দ্রুত সম্ভব ক্যাম্পটি শুরু করতে চায় বিসিবি। এইচপি কার্যক্রমের চেয়ারম্যান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় অবশ্য বলেছেন তারা শ্রীলঙ্কায় একটি অনুশীলন ক্যাম্পও করতে পারেন।

বুধবার (২২ জুলাই) বিসিবি সদর দপ্তরে হাই পারফর্মেন্স ইউনিটের বৈঠকের পর জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'আমরা এইচপি প্রোগ্রাম ও এর আসন্ন সফরগুলো আবার শুরু করতে চাই। যেহেতু আমরা শ্রীলঙ্কা সফরে যেতে চাই, সেহেতু আমাদের প্রস্তুত রাখতে হবে। আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এই সিরিজ শ্রীলঙ্কায়ও হতে পারে আবার এখানেও আয়োজন হতে পারে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলেছি। জানতে চেয়েছি কিভাবে সফর আয়োজন করা যায়।'

গত ডিসেম্বরে তিন বছরের চুক্তি শেষে সিমন হেলমোট চলে যাওয়ায় এইচপি দলের কোচের পদটি বর্তমানে খালি আছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন দুর্জয়, 'এই পদের জন্য আগ্রহ দেখিয়েছেন অনেকে। এই তালিকা থেকে আমরা এইচপি কোচের একটি সংক্ষিপ্ত তালিকা প্রনয়ণ করেছি। আসলে করোনা মহামারীর আগে তারা আগ্রহ দেখিয়েছিলেন। সুতরাং আমাদের জানতে হবে এখনো তাদের এ বিষয়ে আগ্রহ আছে কিনা। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইব এখনো তারা এই কাজ করতে আগ্রহী কিনা।'

ট্যাগ: bdnewshour24