banglanewspaper

প্রায় দু’বছর ধরে প্রেম গুঞ্জনে রণবীর কাপুর-আলিয়া ভাট৷ নিজেদের সম্পর্ক নিজেদের মুখে স্বীকার না করলেও, সোশ্যাল মিডিয়ায় যেভাবে দুজনে ধরা দেন, তাতে এই রটনা, একেবারে ঘটনাই হয়ে দাঁড়ায় ৷ আর এই ঘটনা থেকেই নতুন খবর হলো, ডিসেম্বরের ১২ তারিখই নাকি বিয়ে করতে চলেছেন বলিউডের চর্চিত এই জুটি!

তবে বিয়ের ব্যাপারে এখনও রয়েছে বড় সড় প্রশ্ন চিহ্ন! সেটা কি? সেটা হল এই করোনা আবহ ৷

জানা গিয়েছে, করোনার জন্যই নাকি তারিখ নিয়ে এখনও একটু ঢিলেঢালা আলোচনা কাপুর ও ভাট পরিবারে ৷ না হলে নাকি ১২ ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তেন তারা।

শোনা গিয়েছে, মুম্বাইতেই নাকি বিয়ে করবেন তারা ৷ বিয়ের জন্য কোনও বিদেশের মাটি নাকি একেবারেই পছন্দ নয় দুই তারকার৷ তবে এখন সবই থেমে রয়েছে করোনার কারণে৷ অবশ্য দুই পরিবারের গোপনে গোপনে প্ল্যান তৈরি ৷ একটু একটু করে বিয়ের জন্য তৈরিও হচ্ছেন তারা৷ শুধু করোনা মিটলেই ডিসেম্বরে বিয়েটা সারবেন৷

অন্যদিকে, ঋষি কাপুরের মৃত্যুর পর থেকেই শোনা গিয়েছিল আলিয়ার থেকে নাকি দূরে দূরে থাকতে শুরু করেছিলেন রণবীর৷ অনেকেই মনে করেছিলেন, এবার বুঝি আলিয়াকেও ছেড়ে দেওয়ার পালা ৷ তবে আপাতত, সেটা হচ্ছে না, তা বোঝা যায় এই দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই।

ট্যাগ: bdnewshour24