banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা হল রুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের অর্থায়নে ও সার্বিক সহায়তায় উপজেলা হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, দালালের পাল্লায় না পড়ে দেশের দক্ষ জনশক্তি কিভাবে বিদেশ যেতে পারে। বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো কি হতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ স্থাপনে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং এ সকল তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার আহবান করেন।

এ সময় বিশেষ অতিথি টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিন মাসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ট্যাগ: bdnewshour24