banglanewspaper

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে থাকা সমালোচিত মডেল সানাই মাহবুবকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে তিনি কেন কি সূত্রে চট্টগ্রামে সেটা জানা যায়নি। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সানাই বলেছেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’

সে সময় সানাই আরও বলেছিলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

বাংলাদেশি নবাগত নায়িকা সানাই। বর্তমানে তিনি তার অশ্লীল কাজকর্মের কারণে রীতিমত ভাইরাল টপিকে পরিণত হয়েছেন। তার দেশের বাড়ি রংপুর। থাকেন ঢাকার গুলশানে। 

ব্রেস্ট সার্জারি করে আলোচনায় আসেন সানাই। পরে ফেসবুকে অশ্লীল ছবি দিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পাশাপাশি ভাইরাল হন তিনি। সানাই ওই সময়ে জানিয়েছিলেন, ‘নিজেকে অন্যরকম লুকে আকর্ষণীয় করতে থাইল্যান্ড থেকে ব্রেস্ট সার্জারী করিয়েছি। আধুনিকতা নয়, নিজের সৌন্দর্যরুপ বৃদ্ধি করতে মূলত এটি করা। আমি নিজেও চাই যেভাবেই হোক নিজেকে ভাইরাল করি। আমার টোটাল প্রায় ৩৫ লাখ মতো খরচ হয়েছে। তবে এই ধরনের সার্জারি খুবই এক্সপেনসিভ।'

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। সম্প্রতি মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

ট্যাগ: bdnewshour24