banglanewspaper

বহুল জনপ্রিয় ‘বাহুবলী’ ছবির অভিনেতা রানা দাগ্গুবতি আজ বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবার সন্ধ্যায় দীর্ঘ দিনের প্রেমিকা মিহীকা বাজাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।

হায়দাবাদের রামানাইডু স্টুডিওতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের অনুষ্ঠান হবে তেলেগু ও মারওয়ারি রীতিতে। ইতোমধ্যে বিয়ের আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার মিহীকার জুবিলি হিলসের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান হয়। এতে বলিউড অভিনেত্রী সামান্থা আক্কিনেনিসহ অনেক তারকাই উপস্থিত ছিলেন। এরপর হয় মেহেদি অনুষ্ঠান।

তবে করোনা মহামারির কারণে রানা-মিহীকার বিয়েতে ৩০ জনের বেশি অতিথি থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে সব করা হবে। থাকবে বায়ো সিকিউর এনভাইরনমেন্ট। অতিথিরা সবাই সামাজিক দূরত্ব মেনে চলবে। এমনকি আমন্ত্রিত অতিথিদের করোনা টেস্টও করানো হবে।

রানার হবু স্ত্রী মিহীকা পেশায় ইভেন্ট প্ল্যানার। তিনি ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজার নামকরা জুয়েলারি ডিজাইনার।

ট্যাগ: bdnewshour24