banglanewspaper

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

এছাড়া টুইটে শেষ কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার পাশাপাশি করোনা পরীক্ষা করানোরও অনুরোধ করেছেন তিনি।

প্রণব মুখার্জি লিখেছেন, করোনার কোন উপসর্গ না থাকলেও অন্য একটি কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। এসময় করোনার নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার করোনা ‘পজিটিভ’ এসেছে।

২০১৪ সালে হার্টের সমস্যা ধরা পড়ে তার। সে সময় থেকেই রুটিন মাফিক তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এরই অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তীতে তার দেহে করোনা শনাক্ত করা হয়।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী।

ট্যাগ: bdnewshour24