banglanewspaper

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতের বাসা মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেন- আজ সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ওই পোস্টের নিচে ন্যান্সি বাবার সঙ্গে স্মৃতিময় কিছু ছবি জুড়ে দেন। একটি ছবিতে ছোটবেলায় বাবার কোলে আদুরে ন্যান্সিকে দেখা যায়।

কণ্ঠশিল্পী ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপঅর্থনিয়ন্ত্রক ছিলেন। 

এদিকে ন্যান্সির বাবার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনের অনেকেই শোক ও সমবেদনা প্রকাশ করছেন। 

ট্যাগ: bdnewshour24